ঝালকাঠিতে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট ৪ জন করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন।
আক্রান্ত আবু আখতার ঝালকাঠিতে প্রথম আক্রান্ত হওয়া বিন্নাপাড়া গ্রামের ইউপি সদস্য। ধারণা করা হচ্ছে আক্রান্ত হওয়া ব্যক্তিদের সংস্পর্শে এসে তিনিও আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, আক্রান্ত ইউপি সদস্য আবু আখতারকে প্রাথমিক অবস্থায় তার বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
গত ১১ এপ্রিল ঝালকাঠিতে প্রথম এক পরিবারের তিন জন করোনাভাইরাসে আক্রন্ত হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঝালকাঠিতে ঢাকা ফেরত পুলিশের এসআই, ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ ২৭৩ জনকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদিকে, ১৪ দিন পূর্ণ হওয়ায় ১৮৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়। ঝালকাঠিতে ঢাকা নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক শত কর্মজীবী মানুষ প্রবেশ করায় শহরের প্রবেশদ্বারে পুলিশি চেক পোস্টের উপর জোর দেয়া হয়েছে। বাড়ানো হয়েছে শহরে পুলিশের টহল। একইসাথে সেনা টহল ছিল চোঁখে পড়ার মতো। তবে জেলার বিভিন্ন স্থান থেকে ঢাকা নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে লোক আসায় আতঙ্কে রয়েছেন সংশ্লিষ্ট এলাকার লোকজন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন