মিরপুর পল্লবীর বেগুনটিলা বস্তির সহস্রাধিক নারী-পুরুষ খাদ্যের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে। আজ বৃহস্পতিবার সকালে তারা কালশীর অদূরে সাগুফতা মোড়ে প্রধান সড়কে অবস্থান নিয়ে নানা শ্লোগান দিচ্ছে। বিক্ষুব্ধরা জানান, করোনার লকডাউনের শুরু থেকে এখন পর্যন্ত তারা কোনরকম খাদ্য বা ত্রাণ পাননি। মাঝে কয়েক দফা নানা ঘোষণা দিয়ে বিভিন্ন স্কুল ও কলেজ মাঠে জড়ো করা হলেও তাদেরকে কোনো ত্রাণ না দিয়েই ফেরত পাঠানো হয়।
জানা গেছে, বেগুনটিলা বস্তির কয়েকশ’ বাসিন্দা ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লার বাসার সামনে জড়ো হলে পুলিশ তাদের লাঠিচার্জ করে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ নারী-পুরুষ সাগুফতা মোড়ে এসে অবস্থান নেয় এবং খাদ্যের দাবিতে নানা শ্লোগান দেয়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা বাংলাদেশ প্রতিদিনকে জানান, বস্তিবাসীর ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হবে বলে তাদের ফেরত পাঠানো হয়েছে। তবে কবে এ খাদ্য ত্রাণ ঘরে ঘরে পৌঁছাবেন সে ব্যাপারে তিনি সুনির্দ্দিষ্ট দিন-তারিখ জানাতে পারেননি।
বিডি-প্রতিদিন/শফিক