টাঙ্গাইলের সখীপুরে শ্বশুর বাড়ি থেকে সোনিয়া আক্তার (২১) নামের এক গৃহবধূ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাবার বাড়িতে এসে তার মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার কালিয়া উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
বুধবার রাতেই তাড়াহুড়া করেই তার দাফন করা হয়েছে বলে এলাকাবাসী জানায়। তার শ্বশুর বাড়িতে তিনদিন ধরে জ্বর, সর্দি-কাশি,পাতলা পায়খানা ও গলাব্যাথায় আক্রান্ত হয়ে বুধবার দুপুরে বাবার বাড়িতে এসে সন্ধ্যায় সে মারা যায়।
ওই দিন রাতেই তার নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার সকালে ঢাকা রোগতত্ত, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান। সেই সাথে ওই বাড়ির সবাইকে হোম কোয়রেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
ওই গৃহবধূর শ্বশুর বাড়ি ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন