করোনার উপসর্গ জ্বর, সর্দি ও কাশি নিয়ে সিলেটে ১০ বছর বয়সী এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার সকালে নগরীর উপশহরের ওই শিশুটির মৃত্যু হয়।
জানা গেছে, ওই শিশুটি গত কয়েকদিন ধরে জ্বর, শর্দি ও কাশিতে ভুগছিল। বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে অভিভাবকরা তাকে শামসুদ্দিন হাসপাতালে না নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওই শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে শিশুটি করোনা আক্রান্ত ছিল কিনা।
বিডি প্রতিদিন/এ মজুমদার