ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ষ্টাফ ও ডিসি অফিসের অফিস সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নুর রিফফাত আরা নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, আমিসহ হাসপাতালের প্রায় ২০ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারি আইসোলেশনে যাবো। পৌরসভার মেয়র গোলাম কবির জানিয়েছেন, ধামরাই পৌরসভা লকডাউন করা হয়েছে।
জানা গেছে, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ পর্যন্ত ৫৮টি করোনাভাইরাসে সন্দেহের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার হাসপাতালের এক ষ্টাফ ও ঢাকা ডিসি অফিসের এক অফিস সহকারী রির্পোট পজেটিভ আসে। উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক করোনায় ২ জনের পজেটিভের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আল আমীন