করোনাভাইরাস মোকাবেলায় অবশেষে শেরপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শেরপুরকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
জানা গেছে, করোনার কারণে এতদিন অঘোষিত লকডাউন থাকলেও আজ সকালে প্রশাসন থেকে শেরপুর জেলাকে পুরোপুরি লকডাউনের আওতায় আনা হয়েছে বলে প্রশাসন সূত্র জানিয়েছে।
গত দুই দিনে এ জেলায় অন্তত চার জন করোনায় রোগী শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছে মোট সাত জন (আজ দুপুরে ভাল হয়ে দুই জন বাড়ি ফিরেছে)। করোনা সন্দেহে আরও অন্তত ৩০ জনের নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানিয়েছেন, এত দিন অঘোষিত লকডাউন থাকলেও আজ থেকে ঘোষিত প্রশাসনিক লকডাউন শুরু হলো। জেলা প্রশাসক আনার কলি মাহবুব লকডাউনের কথা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন