কুমিল্লার লাকসাম ও দাউদকান্দি উপজেলার দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই দুই জন নারায়ণগঞ্জ থেকে এসেছেন।
আক্রান্তের বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল আলম ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান।
আক্রান্ত একজনের বাড়ি লাকসামের দোখাইয়া চাঁদপুরে ও অন্যজনের দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া এলাকার। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ জনে।
কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, কুমিল্লা জেলায় ৪ হাজার ৪৪৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩৩৪ জনকে রিলিজ দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ১১৬ জন। বৃহস্পতিবার পর্যন্ত কুমিল্লা জেলার ১৭টি উপজেলা থেকে ২৩৮ জনের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এ মধ্যে ১৯০ জনের রিপোর্ট এসেছে। এই ১৯০ জনের মধ্যে করোনা শনাক্ত হয় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ৩০ জনের।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন