বরিশালে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বুধবার রাতে করোনা পজেটিভ রিপোর্ট আসা ওই নারী শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের একজন নার্স। ১ সপ্তাহ দায়িত্ব পালন শেষে নমুনা পরীক্ষা করালে তার রিপোর্ট পজেটিভ হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ জন।
অপরদিকে, বরিশালের মুলাদীতে ৩ দিন আগে নিজ বাড়িতে মারা যাওয়া এক বৃদ্ধের নমুনা পরীক্ষায় পজেটিভ হয়।
গত বুধবার রাতে নতুন আক্রান্ত ওই নারী শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের নার্স। ২৫ বছর বয়সী ওই নার্স ১ সপ্তাহ করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন শেষে নমুনা পরীক্ষা করালে বুধবার রাতে তার রিপোর্ট পজেটিভ হয়। তার বাসা নগরীর কাশীপুর রেইন্ট্রিতলা এলাকায়।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, ওই সেবিকার করোনা পজিটিভ আসলেও বর্তমানে সে সুস্থ। এ কারণে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং তার নমুনা পুনরায় পরীক্ষা করা হচ্ছে।
এর আগে, মঙ্গলবার যাদের রিপোর্ট পজেটিভ হয় তাদের মধ্যে একজনের বাড়ি হিজলা এবং অপরজনের বাড়ি মুলাদীতে। মুলাদীর ওই বৃদ্ধ গত সোমবার নিজ বাড়িতে মারা যায়। পরদিন তার রিপোর্ট পজেটিভ হয়।
এছাড়া বাবুগঞ্জে ৩ জন এবং আগৈলঝাড়া, গৌরনদী, মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জে ১ জন করে করোনা রোগী শনাক্ত হয়। রিপোর্ট পজেটিভ আসা ১ জন আগেই মারা যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন