করোনার উপসর্গ (জ্বর ও গলাব্যাথা) নিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে ২২ বছর বয়সী এক শ্রমিক মারা গেছেন। সোমবার দুপুরে সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রবিবার দিবাগত রাতে স্থানীয় চর আফজাল গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। রাত ১২টার দিকে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য পাঠানো হয়। এ ঘটনায় মৃত ব্যাক্তির বাড়িসহ দুই বাড়ি লকডাউন করা হয় বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
স্থানীয়রা জানান, মৃত ওই ব্যক্তি গাজীপুরের আব্দুল্লাহপুর এলাকার একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন। ১২ দিন পূর্বে তিনি কর্মস্থল থেকে বাড়ি ফিরেন। দুই দিন ধরে জ্বর ও গলা ব্যাথায় ভুগছিলেন। পরে তাকে স্থানীয় বড়-খেরী উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। এরপর বাড়িতে নেওয়ার পর ডায়রিয়া দেখা দিয়ে মারা যান তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ