চাঁদপুরে আরও দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এদের একজনের বাড়ি চাঁদপুর সদরে এবং অপরজন হাইমচর উপজেলায়। আজ সোমবার দুপুরে ঢাকা থেকে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ২৫ জনের রিপোর্ট আসে। তন্মধ্যে ২৩ জনের নেগেটিভ এবং ২ জনের পজেটিভ। নতুন ২ জনসহ আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, এই পর্যন্ত জেলা সদর ও উপজেলা থেকে ১৮৯ জনের করোনা নমুনা পরীক্ষা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ১৬৪ জনের রিপোর্ট পেয়েছি। বাকি রয়েছে ২৫ জনের।
আক্রান্তদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন। একজনের মৃত্যু হয়েছে এবং একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার