টাঙ্গাইলের সখীপুরে মেছের উদ্দিন (৪২) নামের এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। সে উপজেলার দাড়িয়াপুর দক্ষিণপাড়া এলাকার আকা আলীর ছেলে। সে ন্যাশনাল ইনিস্টিটিউট অব কিডনি ডিজিস এন্ড ইউরোলজি হাসপাতালের (এমএলএসএস) হিসেবে কর্মরত ছিলেন। করোন পজিটিভের সংবাদ শুনে রবিবার সকালে সে বাড়ি থেকে ঢাকার উদ্দ্যেশে রওনা হয় বলে তার পরিবারের স্বজনরা জানায়।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের আবাসিক কর্মকর্তা (আর.এম.ও) ডা. শাহীনূর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সে ঢাকায় আক্রান্ত হয়ে বাড়িতে এসে আবার ঢাকায় চলে যায়। আমরা এখনো তার রিপোর্ট হাতে পাইনি।
ন্যাশনাল ইনিস্টিটিউট অব কিডনি ডিজিস এন্ড ইউরোলজি হাসপাতালে কর্মরত মো. আইয়ুব হোসেন নামের এক কর্মকর্তা জানায়, মেছের উদ্দিন এই হাসপাতালে কিডনিজনিত রোগে ভর্তি হওয়া এক রোগীর সেবা করতো, পরে ওই রোগীর করোনা পরীক্ষা করলে তার করোনা পজিটিভ হয়। এ ঘটনায় মেছের উদ্দিন গত বুধবার তার নমুনা পরীক্ষা করতে দিয়ে গ্রামের বাড়িতে চলে যায়। গত শনিবার রাতে মোবাইলে জানানো হয় তার করোনা পজিটিভ হয়েছে। সে রবিবার এলাকা থেকে চলে এসে ঢাকার বাবর রোডে তার এক বাসায় অবস্থান করে। আজ সোমবার তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করতে নিয়ে গিয়েছে বলে জানিয়েছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আনছার আলী আসিফ জানায়, ওই বাড়িটি লকডাউন করা হয়েছে। এ বিষয়ে ওই এলাকার সবাইকে সচেতন করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ