বরগুনায় করোনা ভাইরাস আক্রান্তর সংখ্যা বেড়ে যাচ্ছে। আজ সোমবার সিভিল সার্জন অফিসের কন্টোল রুম থেকে জানানো হয়েছে, জেলায় নতুন করে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তাদের একজনের বাসা বরগুনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কে,জি,স্কুল সড়ক। বয়স (৬৮)। তিনি স্ত্রী-সন্তানসহ ঢাকা থেকে কয়েক দিন পূর্বে বরগুনা আসেন। স্ত্রী ও সন্তানের রিপোর্ট নেগেটিভ এলেও তার পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক।
অপরটি হচ্ছে- বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামে। বয়স (১৮)। তার বাবা ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন আছেন।
আজ পর্যন্ত বরগুনায় করোনায় আক্রান্ত ১৪ জনের মধ্য আমতলী ও বেতাগীতে ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ১২ জন আক্রান্ত।
বিডি প্রতিদিন/এ মজুমদার