ময়মনসিংহের নান্দাইলে করোনাভাইরাসে দুইজন নারী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স, আরেকজন পরিসংখ্যানবিদ। শনিবার ১৪ জনের নমুনা পরীক্ষা জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে দুজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এখন পর্যন্ত নান্দাইলের ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল আহামেদ নাসের সোমবার এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্ত দু’জনের মধ্যে একজনের বাড়ি উপজেলোর আচারগাঁও। বাড়িটি লকডাউন করা হয়েছে। অন্যজনের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগে। ওই বাড়িটিও ঈশ^রগঞ্জ উপজেলা প্রশাসন লকডাউন করেছে।
বিডি প্রতিদিন/আল আমীন