বিএনপির সাংগঠনিক তথা পুনর্গঠন কার্যক্রম স্থগিতের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। আগামী ২৫ মে পর্যন্ত দলটির সব ধরনের পুনর্গঠন কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়েছে।
গতকাল রবিবার রাত সাড়ে ১১টায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক ‘জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে’ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএনপির দেশব্যাপী সকল পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম গত ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল। করোনা মহামারি ব্যাপক বিস্তারের কারণে এই স্থগিতাদেশ আগামী ২৫ মে পর্যন্ত বলবৎ থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা