নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জে আরও ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নাসিক সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় এলাকায় দু’জন, জালকুড়ি, মনু মার্কেটসহ বিভিন্ন এলাকায় মোট ৭ জনের করোনা প্রতিবেদন পজিটিভ এসেছে। এদের বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, সিদ্ধিরগঞ্জে নতুন করে আরও ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২ জন সানাড়পাড়, জালকুড়ি, মনু মার্কেট এলাকার বাসিন্দা রয়েছে। আক্রান্তদের বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম