কিশোরগঞ্জে নতুন করে ৬৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ২৩ জন নারী রয়েছেন।
আজ সোমবার বিকালে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গত ১৭ এপ্রিল সংগৃহিত ১২৫ জনের মধ্যে রবিবার প্রকশিত ৪০ জনের মধ্যে পজিটিভ ২৩ জন এবং আজ সোমবার ৮২ জনের মধ্যে পজিটিভ ৪৪ জন পাওয়া গেছে। ৩ জনের নমুনার ফল অপেক্ষমাণ রয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে তাড়াইলে ১০ জন, অষ্টগ্রামে ২ জন, মিঠামইনে ১৬ জন, কটিয়াদীতে ৯ জন, ভৈরবে ২০ জন, হোসেনপুরে ১ জন, ইটনায় ৬ জন ও কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪১ জন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম