পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ শুনেই আত্মগোপনে চলে যান এক যুবক। পরে তাকে খুঁজে বের করে ভর্তি করা হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে। সোমবার ভোররাতে তাকে খাদিমপাড়া এলাকা থেকে ধরে এনে হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, ৩৭ বছর বয়সী ওই যুবক পেশায় টমটমচালক। গত রবিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। এ খবর শুনে ওই যুবক গা ঢাকা দেন। সিলেট সদর উপজেলার খদিমপাড়া ইউনিয়নের টিকরপাড়ায় শ্বশুরবাড়িতে থাকতেন ওই যুবক। রাতে স্বাস্থ্যকর্মী, পুলিশ ও জনপ্রতিনিধিরা গিয়ে তাকে বাড়িতে পাননি। শ্বশুরবাড়ির লোকজনও তার কোনো সন্ধান দিতে পারেননি।
পরে সোমবার ভোররাত ৪টার দিকে খাদিমপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধির সহযোগিতায় তাকে ধরে এনে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি মো. আব্দুল কাইয়ুম চৌধুরী।
এদিকে, ওই যুবকের শ্বশুরবাড়ির লোকজন ও গত কয়েকদিনে তার সংস্পর্শে আসাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
পরীক্ষার জন্য তার শ্বশুরবাড়ির লোকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম