রংপুরে মিঠাপুকুর উপজেলায় দুই চিকিৎসকের করোনা সংক্রমিত হয়েছে। পরে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লকডাউন ঘোষণা করা হয়েছে। গত শনি ও রবিবার এক পুরুষ ও এক নারী চিকিৎসকের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। তারা দুজনই ওই হাসপাতালের চিকিৎসক। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি ও বিস্তার রোধে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ও জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব হিরম্ব কুমার রায়।
তিনি জানান, শনিবার হাসপাতালটির এক চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়। এর পরদিন সেখানকার এক নারী চিকিৎসকেরও করোনা শনাক্ত হয়। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন অবস্থায় হাসপাতালে প্রবেশ ও রে হওয়া নিষিদ্ধ থাকবে। বর্তমানে ওই দুই চিকিৎসককে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান জেলা সিভিল সার্জন।
বিডি প্রতিদিন/আল আমীন