চাঁপাইনবাবগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছেন। এরপর থেকে ওই রোগীর আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাজশাহীর পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে একজনের পজিটিভ পাওয়া গেছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর মহল্লার এক ব্যক্তি গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরেছিলেন। পরদিনই করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
তিনি আরও জানান, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য ওই ব্যক্তির বাড়িতে নিয়মিত পুলিশের তদারকি ছিল। তাই তার দ্বারা অন্য কেউ সংক্রমিত হওয়ার খুব একটা আশঙ্কা করা হচ্ছে না।
তবে ওই ব্যক্তির আশপাশের ১০টি বাড়ি লকডাউনসহ চরমোহনপুর এলাকায় বাইরের মানুষের যাতায়াত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম