পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে সম্প্রতি তরুণ চিকিৎসকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পাঞ্জাবের স্বাস্থ্য সচিবালয়ের সামনে গত শুক্রবার (১৭ এপ্রিল) এ সংঘর্ষের ঘটনা ঘটে। সচিবালয়ের সামনেই ওই চিকিৎসকরা তাবু খাটিয়ে অনশন করছিলেন।
বিশেষায়িত হেলথকেয়ার অ্যান্ড মেডিকেল এডুকেশন সচিবালয়ের কার্যালয়ের সামনে তরুণ চিকিৎসক, নার্স, প্যারামেডিকেল কর্মচারী গ্রান্ড হেলথ এলায়ন্সের ব্যানারে অনশন কর্মসূচি পরিচালনা করেন। ওই প্রদেশে আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাস রোগীদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ স্বাস্থ্য কর্তৃপক্ষের বিরুদ্ধে এ অনশন কর্মসূচির আয়োজন করা হয়। এর সঙ্গে তারা সম্প্রতি বরখাস্ত করা স্বাস্থ্যকর্মীদের পুনর্বহাল, করোনাভাইরাস টেস্টে পজিটিভ চিকিৎসকদের পাঁচতারকা হোটেলে রাখারও দাবি জানান।
দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, শুরুতে ওই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনারোগীদের সেবায় নিয়োজিতদের জন্য সুরক্ষা কিট সরবরাহের দাবি জানিয়েছিলেন। পরে তারা তাদের বরখাস্ত হওয়া সহকর্মীদের পুনর্বহাল, পেশাগত সুযোগ সুবিধা বৃদ্ধি ও করোনায় আক্রান্ত হওয়ায় চিকিৎসকদের পাঁচ তারকা হোটেলে স্থানান্তরের দাবি জানান।
সূত্র: দ্য নিউজ, পাকিস্তান
বিডি প্রতিদিন/ফারজানা