ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। সোমবার দুপুর পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫০ জনের। এর আগে গত ৬ এপ্রিল ছিলো ৪৩৯ জনের। এরপর থেকে বাড়তে থাকে মৃত্যুর পরিসংখ্যান। সর্বোচ্চ মৃত্যু হয়েছিলে গত ১০ এপ্রিল ৯৮০ জনের।
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার দুপুর পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় আরও ৫৯৬ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫১০ জনে। এই হিসেব শুধু যারা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তাদের। আর যারা ঘরে কিংবা কেয়ার হাউজে মৃত্যুবরণ করেছেন তাদেরকে এই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি।
এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬৭৬। তবে রবিবার ছিলো ৫,৮৫০ জন। গত শনিবার ছিলো ৫,৫২৬ জন, শুক্রবার ছিলো ৫,৫৯৯ জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ লাখ ২০ হাজার ৬৭ জন।
দ্য মেইল নিউজে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছে ৪২৯ জন, স্কটল্যান্ডে ১২, ওয়েলসে ৯ এবং উত্তর আয়ারল্যান্ডে এখনো পর্যন্ত কোন মৃত্যুর খবর আসেনি। মোট হিসেব করলে দেখা যায় ৪৫০ জনের মৃত্যু হয়েছে।
ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড সোশ্যাল কেয়ার দেয়া তথ্য মতে, গত রবিবার মৃত্যু হয়েছিল ৫৯৬ জনের, শনিবার মৃত্যু হয়েছিলো ৮৮৮ জনের, শুক্রবার ৮৪৭ জনের, বৃহস্পতিবার ছিলো ৮৬১ । মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬৫১০ জন।
বিডি-প্রতিদিন/শফিক