প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই মুহূর্তে বিশ্বে ২৪,৭৯,৬৯১ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ১,৭০,৩৭০ জনের। সুস্থ হয়েছেন ৬,৪৬,২৪৮ জন। এই রকম পরিস্থিতি এখনও এর কোনও প্রতিষেধক ও চিকিৎসা আবিষ্কার হয়নি। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আরও ৫৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে ২০ হাজার ২৬৫ জন মারা গেল।
দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক জেরোম সালমোঁ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গেল পহেলা মার্চ থেকে ফ্রান্সে করোনাভাইরাসে মৃত্যু শুরু হয়। এখন পর্যন্ত ফ্রান্সে কমপক্ষে ২০ হাজার ২৬৫ জন মারা গেছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ১২ হাজার ৫১৩ জন এবং বৃদ্ধাশ্রমগুলিতে ৭ হাজার ৫৫২ জন মারা যান।
এদিকে, করোনার থাবায় সবচেয়ে খারাপ পরিস্থিতি আসা এখনও বাকি। পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস। যখন বেশ কিছু দেশে ইতিমধ্যেই লকডাউন ও বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল হতে শুরু করেছে। ঠিক তখনই সাবধান করলেন তিনি।
বিডি-প্রতিদিন/শফিক