বিশ্বব্যাপী মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল।
এদিকে, কোভিড-১৯'র সংক্রমণ ঠেকানোর তোয়াক্কা না করেই রাশিয়ার সেনা মহড়ায় অংশ নেওয়া ১৫ হাজার সৈনিককে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সোমবার এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে সৈনিকদের কেউ কোভিড-১৯ এ আক্রান্ত কি না তা উল্লেখ না করে বলা হয়েছে ওই সৈনিকেরা আগামী দুই সপ্তাহের জন্য নিজ নিজ ব্যারাকে কোয়ারেন্টাইনে থাকবে।
এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মে মাসের ৯ তারিখে অনুষ্ঠেয় বিজয় দিবসের সকল আয়োজন বাতিল ঘোষণা করেছেন। বিজয় দিবসে রেড স্কয়ারে বিশাল কুচকাওয়াজে ওই সেনা সদস্যদের অংশ নেওয়ার কথা ছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ