শিরোনাম
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
বাড়িতে থেকেই করোনায় আক্রান্ত রাজশাহীর আরেক বৃদ্ধ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহীর মোহনপুর উপজেলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধের করোনা শনাক্ত হয়েছে। তার বাড়ি উপজেলার জাহানাবাদ ইউনিয়নের নওনগর গ্রামে। রবিবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষা হলে তার করোনা শনাক্ত হয়।
রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন, এই বৃদ্ধ বাড়িতেই থাকেন। কোথাও যাননি। তার বাড়িতে ঢাকা-নারায়ণগঞ্জের মতো আক্রান্ত এলাকা থেকে কেউ আসেননি। কিন্তু তার করোনা পজিটিভ।
এর আগে গত ২০ এপ্রিল রাজশাহীর বাঘা উপজেলার ৮০ বছরের এক বৃদ্ধের করোনা শনাক্ত হয়। তিনি প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এবং পরে রাজশাহী সংক্রমক ব্যাধি (আইডি) হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। তার বাড়িতেও বাইরে থেকে কেউ আসেননি। তবে এই বৃদ্ধ ফেরি করে কুলা বিক্রি করতেন। রবিবার সকালে তিনি মারা গেছেন।
সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, মোহনপুরের এই বৃদ্ধ সর্দি-জ্বর-কাশিতে ভুগছিলেন। খবর পেয়ে শনিবার তার নমুনা পরীক্ষা করা হয়। রবিবার নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এখন তার বাড়িটি লকডাউন করা হবে। যারা ওই বৃদ্ধের সংস্পর্শে এসেছেন তাদেরও কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। আর আক্রান্ত বৃদ্ধের শারীরিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বাড়িতেই আইসোলেশনে তার চিকিৎসা চলবে নাকি হাসপাতালে নেওয়া হবে।
তিনি বলেন, মোহনপুরে এর আগেও একজনের করোনা শনাক্ত হয়েছে। কিন্তু এই বৃদ্ধের বাড়ি থেকে সেই গ্রাম অনেক দূর। তিনি কীভাবে করোনায় আক্রান্ত হলেন তা খতিয়ে দেখা হবে। তবে বাঘার মারা যাওয়া বৃদ্ধ কীভাবে করোনায় আক্রান্ত হয়েছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান সিভিল সার্জন।
উল্লেখ্য, রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এরপর গত ২০ এপ্রিল পর্যন্ত মোট আটজন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। এদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ। আক্রান্তদের মধ্যে পুঠিয়া উপজেলায় পাঁচজন, বাগমারায় একজন, মোহনপুর একজন ও বাঘা উপজেলায় একজন। বাঘার বৃদ্ধ মারা যাওয়ায় করোনা রোগী কমে সাতজন হয়েছিল। তবে সন্ধ্যায় মোহনপুরে আরেক বৃদ্ধ শনাক্ত হওয়ায় রোগীর সংখ্যা আটই থাকলো। এই আট রোগীর মধ্যে মোহনপুরের বৃদ্ধ ছাড়া বাকি সবাই ঢাকা-নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে এসেছেন। তারা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
বিডি প্রতিদিন/এ মজুমদার
এই বিভাগের আরও খবর