৯ জুলাই, ২০২০ ০৮:১২

রাজশাহীতে করোনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ১৬৭

অনলাইন ডেস্ক

রাজশাহীতে করোনায় আরও  তিনজনের মৃত্যু, শনাক্ত ১৬৭

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা তিনজনই করোনা পজিটিভ রোগী ছিলেন। বিভাগে এ নিয়ে ১০৩ জনের মৃত্যু হলো। নতুন আরও ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছেন।

বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া নতুন তিনজনের দুইজনই বগুড়া জেলার অধিবাসী। অন্যজন নওগাঁ জেলার।

এ পর্যন্ত রাজশাহী বিভাগের বগুড়ায় ৬৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ১২, নওগাঁয় ৮, নাটোরে ১ এবং সিরাজগঞ্জ ও পাবনায় ৯ জন করে মারা গেছেন। তবে চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে এখনও কারও মৃত্যু হয়নি।

নতুনভাবে করোনা শনাক্ত ১৬৭ রোগীর মধ্যে ৬০ জনই রাজশাহী জেলার অধিবাসী। এছাড়া পাবনায় ২ জন, বগুড়ায় ৫৫ জন, নাটোরে ৩ জন, সিরাজগঞ্জে ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫ জন, নওগাঁয় ২ জন এবং শনাক্ত হয়েছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

সর্বশেষ খবর