২ ডিসেম্বর, ২০২০ ১১:০৪

ভারতে নতুন করে সাড়ে ৩৬ হাজার করোনা রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক

ভারতে নতুন করে সাড়ে ৩৬ হাজার করোনা রোগী শনাক্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৬০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা আগের দিনের থেকে কয়েক হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ লাখ ৯৯ হাজার ৪১৪ জন।

বুধবার ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এদিন করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৫০১ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য বেশি। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ১২২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৬২ জন। যা দৈনিক করোনা আক্রান্তের থেকে তো বটেই আগের দিনের সুস্থতার সংখ্যার থেকেও অনেকটা বেশি। 

এছাড়া এখন পর্যন্ত ভারতে মোট করোনাজয়ীর সংখ্যা ৮৯ লাখ ৩২ হাজার ৬৪৭ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস অনেকটা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ লাখ ২৮ হাজার ৬৪৪ জন।

সূত্র : সংবাদ প্রতিদিন

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর