৩ ডিসেম্বর, ২০২০ ১৬:৩১

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ছাড়াল ১৫ লাখ

অনলাইন প্রতিবেদক

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ছাড়াল ১৫ লাখ

ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়ে ১৫ লাখ। এছাড়াও করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬ কোটি ৪৯ লাখ।

বুধবার বিকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার। তাদের মধ্যে মৃত্যু ছাড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৫০ লাখ ২৯ হাজার। 

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ২৬৬ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৭৯ হাজার ৮৬৭ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর