গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এ আদেশ জারি করে, যা সোমবার স্থানীয় সময় রাত ১১:৫৯ থেকে কার্যকর হচ্ছে। খবর রয়টার্সের।
আদেশে বলা হয়েছে, কোভিড-১৯ (করোনা) মোকাবিলার জন্য সব গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত (রবিবার সকাল ১০টা) সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৭৪০। আর মারা গেছেন ৪ লাখ ৫০ হাজার ৩৮১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৩ লাখ ২৮ হাজার ৯৫০ জন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ