করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি অব্যাহত থাকায় দিনাজপুর সদর উপজেলায় দ্বিতীয় দফার চলমান কঠোর লকডাউনে গত ২৪ ঘন্টায় করোনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় শনাক্তের হার শতকরা ৬১.৭৩ শতাংশ।
অপরদিকে, দিনাজপুরে গত ২৪ ঘন্টায় জেলায় ২৫০টি নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪ শতাংশ। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত ১১৪১ জন। তবে গত ২৪ ঘন্টায় করোনায় ৩১ জন সুস্থ হয়েছেন।
বর্তমানে হোম আইসোলেশনে আছেন ১০০৭ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী ৫৩ এবং করোনায় ওয়ার্ডে ভর্তি ১০৪ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১৫৫ জনের।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেছেন।
দিনাজপুর সদর উপজেলায় দ্বিতীয় দফার লকডাউন কার্যকর করতে কাজ করছে জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি বিভিন্ন রাজনেতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করছে। করোনায় সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলায় চলমান লকডাউন আরও সাতদিন বাড়িয়ে ২৮ জুন পর্যন্ত করা হয়েছে।
এরপরেও দিনাজপুর সদর উপজেলায় কঠোর লকডাউনে প্রয়োজনে-অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করছে মানুষ। তবে চলাচল সীমিত করতে শহরের বিভিন্ন সড়কে বাঁশ বেঁধে দিয়ে গতিরোধ করা হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে বসেছে পুলিশের চৌকি। এরপরেও শহরে চলছে পর্যাপ্ত অটোরিক্সসহ বিভিন্ন যানবাহন।
উল্লেখ্য, আজ মঙ্গলবার করোনা আক্রান্ত ১১০ জনসহ দিনাজপুর জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭১৭৬জন, ৩১ জনসহ জেলায় এ পর্যন্ত সুস্থ ৫৮৮০ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু ১৫৫ জন। বর্তমানে ১০০৭ জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে ভর্তি ১০৪ জন রয়েছেন। বর্তমানে দিনাজপুর জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১১৪১ জন।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির