নির্বাচিত বা ভারপ্রাপ্ত মেয়র ছাড়াই অভিভাবকহীন চলছে শেরপুরের শ্রীবরদী পৌরসভা। পরিষদ, কর্মচারী-সবই আছে কিন্তু অভিভাবক না থাকায় ব্যাপক দুর্ভোগে পড়েছেন ৩৫ হাজার পৌরবাসী। বেতন-ভাতা পাচ্ছেন না পৌর কর্মকর্তা-কর্মচারীরা। এ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন পৌর নাগরিক, কর্মচারীসহ এলাকার লোকজন। জানা যায়, গত ১ এপ্রিল রাতে ইউপি নির্বাচনী সামগ্রীসহ নিজ কার্যালয়ে ফেরার পথে দুর্বৃত্তের হামলার শিকার হন ইউএনও হাবিবা শারমিন ও তার গাড়িচালক। বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে ১৩ এপ্রিল ইসি পৌরসভার ১ নম্বর প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান বাবুকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে মেয়র সাঈদকে সাময়িক বরখাস্ত করেন। মেয়রের বিরুদ্ধে নির্বাচনী আইনে মামলা করে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় আবু সাঈদ দীর্ঘ দিন পালিয়ে থেকে উচ্চ আদালতে জামিন আবেদন করলে ২০ জুনের মধ্যে তাকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। আদালত এ সময় নির্বাচন কমিশনের দেওয়া মেয়র সাঈদের সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করেন। এ আদেশ নিয়ে ১৯ এপ্রিল আবারও স্বপদে ফেরেন মেয়র। কিন্তু নির্ধারিত তারিখে হাজিরা দিলে আদালত তাকে জেলহাজতে পাঠান। পৌরসভা কে চালাবে তার নির্দেশনা না দেওয়ায় ২০ জুন থেকে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটি অভিভাবকহীন। এ ব্যাপারে পৌরসচিব শরাফত আলী জানান, নিয়মানুযায়ী পৌর কাউন্সিলররা ভারপ্রাপ্ত মেয়রের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমি প্রশাসনিক ব্যবস্থা নিতে সরকারের কাছে চিঠি দিতে চাইলে কাউন্সিলরদের বাধার মুখে পারিনি। জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম জানান, এ ব্যাপারে অভিযোগ পাইনি। ওখানে ভারপ্রাপ্ত মেয়র না থাকলে স্থানীয় সরকারের উপপরিচালককে নির্দেশ দেওয়া হবে আইনগতভাবে মেয়র নির্বাচনের জন্য। মেয়র না থাকলে পরিষদ মিটিং ডেকে ভারপ্রাপ্ত মেয়র নির্বাচন করবে এটাই আইন। এ ক্ষেত্রে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
অভিভাবকহীন শ্রীবরদী
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর