নির্বাচিত বা ভারপ্রাপ্ত মেয়র ছাড়াই অভিভাবকহীন চলছে শেরপুরের শ্রীবরদী পৌরসভা। পরিষদ, কর্মচারী-সবই আছে কিন্তু অভিভাবক না থাকায় ব্যাপক দুর্ভোগে পড়েছেন ৩৫ হাজার পৌরবাসী। বেতন-ভাতা পাচ্ছেন না পৌর কর্মকর্তা-কর্মচারীরা। এ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন পৌর নাগরিক, কর্মচারীসহ এলাকার লোকজন। জানা যায়, গত ১ এপ্রিল রাতে ইউপি নির্বাচনী সামগ্রীসহ নিজ কার্যালয়ে ফেরার পথে দুর্বৃত্তের হামলার শিকার হন ইউএনও হাবিবা শারমিন ও তার গাড়িচালক। বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে ১৩ এপ্রিল ইসি পৌরসভার ১ নম্বর প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান বাবুকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে মেয়র সাঈদকে সাময়িক বরখাস্ত করেন। মেয়রের বিরুদ্ধে নির্বাচনী আইনে মামলা করে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় আবু সাঈদ দীর্ঘ দিন পালিয়ে থেকে উচ্চ আদালতে জামিন আবেদন করলে ২০ জুনের মধ্যে তাকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। আদালত এ সময় নির্বাচন কমিশনের দেওয়া মেয়র সাঈদের সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করেন। এ আদেশ নিয়ে ১৯ এপ্রিল আবারও স্বপদে ফেরেন মেয়র। কিন্তু নির্ধারিত তারিখে হাজিরা দিলে আদালত তাকে জেলহাজতে পাঠান। পৌরসভা কে চালাবে তার নির্দেশনা না দেওয়ায় ২০ জুন থেকে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটি অভিভাবকহীন। এ ব্যাপারে পৌরসচিব শরাফত আলী জানান, নিয়মানুযায়ী পৌর কাউন্সিলররা ভারপ্রাপ্ত মেয়রের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমি প্রশাসনিক ব্যবস্থা নিতে সরকারের কাছে চিঠি দিতে চাইলে কাউন্সিলরদের বাধার মুখে পারিনি। জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম জানান, এ ব্যাপারে অভিযোগ পাইনি। ওখানে ভারপ্রাপ্ত মেয়র না থাকলে স্থানীয় সরকারের উপপরিচালককে নির্দেশ দেওয়া হবে আইনগতভাবে মেয়র নির্বাচনের জন্য। মেয়র না থাকলে পরিষদ মিটিং ডেকে ভারপ্রাপ্ত মেয়র নির্বাচন করবে এটাই আইন। এ ক্ষেত্রে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না।
শিরোনাম
- মাত্র দুই দিনেই ম্লান হলো ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতা!
- সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১
- চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
- ফের বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন মেসি!
- গ্রামীণফোনকে হারিয়ে টানা তৃতীয় জয় বসুন্ধরা স্ট্রাইকসের
- করাচি-চট্টগ্রাম সরাসরি শিপিং চালু করল পাকিস্তান ও বাংলাদেশ
- সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ
- বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় না: রাজনাথ সিং
- দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান