নির্বাচিত বা ভারপ্রাপ্ত মেয়র ছাড়াই অভিভাবকহীন চলছে শেরপুরের শ্রীবরদী পৌরসভা। পরিষদ, কর্মচারী-সবই আছে কিন্তু অভিভাবক না থাকায় ব্যাপক দুর্ভোগে পড়েছেন ৩৫ হাজার পৌরবাসী। বেতন-ভাতা পাচ্ছেন না পৌর কর্মকর্তা-কর্মচারীরা। এ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন পৌর নাগরিক, কর্মচারীসহ এলাকার লোকজন। জানা যায়, গত ১ এপ্রিল রাতে ইউপি নির্বাচনী সামগ্রীসহ নিজ কার্যালয়ে ফেরার পথে দুর্বৃত্তের হামলার শিকার হন ইউএনও হাবিবা শারমিন ও তার গাড়িচালক। বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে ১৩ এপ্রিল ইসি পৌরসভার ১ নম্বর প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান বাবুকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে মেয়র সাঈদকে সাময়িক বরখাস্ত করেন। মেয়রের বিরুদ্ধে নির্বাচনী আইনে মামলা করে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় আবু সাঈদ দীর্ঘ দিন পালিয়ে থেকে উচ্চ আদালতে জামিন আবেদন করলে ২০ জুনের মধ্যে তাকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। আদালত এ সময় নির্বাচন কমিশনের দেওয়া মেয়র সাঈদের সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করেন। এ আদেশ নিয়ে ১৯ এপ্রিল আবারও স্বপদে ফেরেন মেয়র। কিন্তু নির্ধারিত তারিখে হাজিরা দিলে আদালত তাকে জেলহাজতে পাঠান। পৌরসভা কে চালাবে তার নির্দেশনা না দেওয়ায় ২০ জুন থেকে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটি অভিভাবকহীন। এ ব্যাপারে পৌরসচিব শরাফত আলী জানান, নিয়মানুযায়ী পৌর কাউন্সিলররা ভারপ্রাপ্ত মেয়রের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমি প্রশাসনিক ব্যবস্থা নিতে সরকারের কাছে চিঠি দিতে চাইলে কাউন্সিলরদের বাধার মুখে পারিনি। জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম জানান, এ ব্যাপারে অভিযোগ পাইনি। ওখানে ভারপ্রাপ্ত মেয়র না থাকলে স্থানীয় সরকারের উপপরিচালককে নির্দেশ দেওয়া হবে আইনগতভাবে মেয়র নির্বাচনের জন্য। মেয়র না থাকলে পরিষদ মিটিং ডেকে ভারপ্রাপ্ত মেয়র নির্বাচন করবে এটাই আইন। এ ক্ষেত্রে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না।
শিরোনাম
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
অভিভাবকহীন শ্রীবরদী
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর