রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পুলিশ সুপারের হুঁশিয়ারিতেও থেমে নেই মাদক বিক্রি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পুলিশ সুপারের হুঁশিয়ারি সত্ত্বেও থেমে নেই চাঁপাইনবাবগঞ্জের মাদক বিক্রেতারা। কতিপয় পুলিশ সদস্যের সঙ্গে সখ্য গড়ে তুলে তারা মাদক বিক্রি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই সুযোগে মাদকদ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে তারা।

জানা যায়, প্রায় ছয় মাস আগে চাঁপাইনবাবগঞ্জে যোগদান করেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। যোগদানের পর থেকেই তিনি মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে সভা-সমাবেশে মাদকবিক্রেতাদের হুঁশিয়ার  করেন। আটকও করা হয় অনেককে। কিন্তু তারপরও থেমে নেই চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা। মাদক ব্যবসায়ীদের তথ্য দিতে ভয় পাচ্ছেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে, সদর থানায় যে কোনো অভিযোগ জানাতে গেলে ওসি মাজহারুল ইসলাম খারাপ আচরণ করেন। তবে এই অভিযোগ অস্বীকার করে ওসি জানান, অবৈধ তদবির না শোনায় হয়তো কেউ এই অভিযোগ করে থাকতে পারেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সর্বশেষ খবর