নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের অর্জুনপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অসামাজিক কাজ করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি শাহিন আহাম্মেদ রকি। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। রকি লক্ষীপুর ইউনিয়নের হয়বতপুর বাবুল হোসেনের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শীসহ এলাকাবাসী জানান, ছাত্রলীগ নেতা রকি দীর্ঘদিন ধরে ওই প্রবাসী স্ত্রীর সঙ্গে অনৈতিক স¤পর্ক গড়ে তুলে। শনিবার রাতে তাকে প্রবাসীর স্ত্রীর বাসা থেকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা হাতেনাতে আটক করে। স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা চলছে।