সোমবার, ১৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

নাটোর প্রতিনিধি

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের অর্জুনপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অসামাজিক কাজ করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি শাহিন আহাম্মেদ রকি। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। রকি লক্ষীপুর ইউনিয়নের হয়বতপুর বাবুল হোসেনের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শীসহ এলাকাবাসী জানান, ছাত্রলীগ নেতা রকি দীর্ঘদিন ধরে ওই প্রবাসী স্ত্রীর সঙ্গে অনৈতিক স¤পর্ক গড়ে তুলে। শনিবার রাতে তাকে প্রবাসীর স্ত্রীর বাসা থেকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা হাতেনাতে আটক করে। স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর