ইউপি নির্বাচন ঘিরে পাহাড়ে সেনা ক্যাম্প স্থাপন প্রয়োজন বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, ‘আবারও পাহাড়ে মাথাচাড়া দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। নির্বাচন এলেই পাহাড়ে সন্ত্রাসীদের উৎপাত বেড়ে যায়। নিজেদের আধিপত্য জোরদার করতে অবৈধ অস্ত্রের দাপটে ক্ষমতা কেড়ে নিতে চায় সন্ত্রাসীরা। কারণ তারা জানে পাহাড়ের নিরীহ মানুষ সশস্ত্র সন্ত্রাসীর রাজনীতি চায় না। তাদের আওয়ামী লীগের ওপর আস্থা আছে। তাই অবাধ সুষ্ঠু নির্বাচন ও মানুষের প্রাণ রক্ষা করতে হলে পাহাড়ে সেনা ক্যাম্পা অবশ্যই স্থাপন করতে হবে।’ রাঙামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসন্ন ইউপি নির্বাচনে মানুষের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি রহুল আমিন, কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, কৃষক লীগ জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।