রাজবাড়ীতে মাদক মামলায় শামীম হোসেন (২২) নামে এক কারারক্ষীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল দুপুরে জেলার ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শামীম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খায়েরপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি রাজবাড়ী জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় ইয়াবা চালান সরবরাহের সময় রাজবাড়ী জেলা কারাগারের মূল ফটকে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩২০ পিস ইয়াবা ফেলে পালিয়ে যান কারারক্ষী শামীম হোসেন। ওই সময় ঘটনাস্থল থেকে তার সহযোগীকে গ্রেফতার করা হয়। সহযোগী আশরাফুজ্জামান পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের আবদুল কাদের শেখের ছেলে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোজাম্মেল হক বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেন। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক প্রাণবন্ধু বিশ্বাস বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে মাদক মামলার আসামি শামীম হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে।