শুক্রবার, ৯ জুন, ২০২৩ ০০:০০ টা

মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

বিশেষ সফটওয়্যার দিয়ে মোবাইল সেটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) পরিবর্তন করে চোরাই ও ছিনতাই করা মোবাইল ফোন বিক্রি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী। এর আগে গত বুধবার অভিযান চালিয়ে ৫৫টি চোরাই মোবাইল ফোন, আইএমইআই পরিবর্তনের ১১টি ডিভাইস, চারটি ল্যাপটপ, একটি মনিটর, একটি পিসিসহ পাঁচজনকে গ্রেফতার করে র‌্যাব। তারা হলেন- মোর্শেদ, মিজবা উদ্দীন, আমিনুল ইসলাম, মনিরুল ইসলাম ও শহীদুল ইসলাম। আবু সালাম চৌধুরী জানান, র‌্যাব চকরিয়া শপিং কমপ্লেক্স এলাকার সেল কেয়ার নামক মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান পরিচালনা করে। টের পেয়ে পালানোর চেষ্টাকালে মিজবাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রংধনু সেল কেয়ার ও সফটওয়্যার ভিলেজ নামক মোবাইল দোকানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

সর্বশেষ খবর