কোটা সংস্কার আন্দোলনকালে বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার মামলা হয়েছে। জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা মামলাটি করেন। এ মামলার আসামি পৌর মেয়র রেজাউল করিম বাদশা এবং প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন। এতে পৌরসভার আর্থিক লেনদেনসহ কর্মকান্ডে স্থবিরতা দেখা দিয়েছে।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসুম আলী বেগ জানান, পৌরবিধি অনুযায়ী মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়র-১ অথবা পরবর্তী জনপ্রতিনিধি দায়িত্ব পেয়ে থাকেন। বিষয়টি তুলে ধরে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা এলে দায়িত্ব দেওয়া হবে পরবর্তী প্যানেল মেয়রকে।