ফরিদপুরের ধুলদিতে দুর্বৃত্তের দেওয়া আগুনে নিঃস্ব হয়ে গেছে একটি ব্যবসায়ী পরিবার। সব হারিয়ে পরিবারটির মানবেতর দিন কাটছে। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় বুধবার জিডি হয়েছে।
জানা যায়, ৫ আগস্ট রাতে শহরতলির মাচ্চর ইউনিয়নের ধুলদি রেলগেট এলাকায় মল্লিক মার্কেটে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এতে মার্কেটের সার, বীজ, কীটনাশক, মুদি ও কাপড়ের দোকান এবং তিনটি গুদামের সব মাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে তাদের ক্ষতি সাধন করতেই পরিকল্পিতভাবে মার্কেটে আগুন দেওয়া হয়েছে।
এতে তিনি ও তার ভাইদের পাঁচটি প্রতিষ্ঠান ও তিনটি গুদামের মালামাল পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। তারা একেবারেই নিঃস্ব হয়ে পড়েছেন। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।