বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, দলের কেউ কোনো সমিতি, কোনো সংগঠন বা কোনো জায়গা-জমি দখলে সংশ্লিষ্ট থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গত রবিবার বিকালে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বক্তৃতা করছিলেন। বাদশা বলেন, গত ১৭ আগস্ট স্থানীয় পত্রিকায় প্রকাশিত বগুড়া ডায়াবেটিক সমিতির এডহক কমিটি গঠনের সংবাদে বলা হয়, বিএনপি নেতা ডা. মামুনুর রশিদকে সদস্য করা হয়েছে। এটা তাকে না জানিয়ে করা হয়েছে। বিগত সময়ে আওয়ামী লীগের লোকজন বগুড়ার বিভিন্ন সমিতি, সংগঠন, পেশাজীবী পরিষদ, বিভিন্ন স্থানে জায়গা-জমি, হিন্দু বাড়িঘর দখল করেছে। বিএনপি দখল রাজনীতিতে বিশ্বাস করে না। যদি কেউ করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ডা. মামুনুর রশিদ মিঠু বলেন, তাকে এডহক কমিটিভুক্ত করাটা সাজানো। তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। এডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল নিজেই কাজটা করেছেন। আমাকে কোনো কিছু জানানো হয়নি। তাই এ কমিটিতে আমাকে সদস্য করার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে, যদি কেউ দখলের মতো কোনো কান্ডে নিজেকে জড়ায়, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি অতীতে কোনো দখলবাণিজ্যে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, আবদুল বাসেত, কে এম খায়রুল বাসারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।