গাজীপুরে গত বছর ৭৯৪টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে যৌন হয়রানি, ধর্ষণ, নারী নির্যাতন ইভ টিজিং, বাল্যবিবাহ, অপহরণের ঘটনা রয়েছে। গতকাল আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কর্মকর্তারা মতবিনিময় সভায় এসব তথ্য ও প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়, গতবছর গাজীপুরে যৌন হয়রানি ২২, যৌতুকের জন্য নির্যাতন ৪০, শারীরিক ও মানসিক নির্যাতন ৩২২, গণপরিবহনে নির্যাতন ১৭, বাল্যবিবাহ ৫৫, ইভ টিজিং ১৪৩, অনলাইনে যৌন হয়রানি ৩১, অপহরণ ১২, অপহরণ চেষ্টা ২ ও অন্যান্য ১৩৬টিসহ ৭৯৪টি ঘটনা ঘটেছে। এ ছাড়াও ২৩ নারী ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী আসমা খানম রুবা। জেলা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার আনজুম অর্পি প্রমুখ।