প্রায় ২০১ বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা শুরু হয়েছে দিনাজপুরে। ফুলবাড়ীর উপজেলার আলাদীপুর ইউনিয়নে ১৫ দিনব্যাপী এ মেলা উদ্বোধন করা হয় গতকাল। মেলা ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে ঘোড়া নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। এখানে গবাদিপশুর চেয়ে ঘোড়াই বেশি বেচাকেনা হয়। এ কারণে মেলা ‘বুড়া চিন্তামন ঘোড়ার মেলা’ নামে পরিচিত। মেলা উপলক্ষে আসা ঘোড়ার অংশগ্রহণে হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। ঘোড়দৌড় দেখতে বিভিন্ন স্থান থেকে আসেন নানা বয়সি মানুষ। এ ছাড়া মেলায় বসেছে বিভিন্ন খাবারের দোকান। বিনোদনের জন্য আছে সার্কাস, দোলনা ও নাগর দোলা। জানা যায়, প্রতি বাংলা বছরের ৯-১০ বৈশাখ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের মেলাবাড়ী মাঠে এই বুড়া চিন্তামন ঘোড়ার মেলা বসে। ১৩ বৈশাখ ঘোড়াসহ গবাদিপশু বেচাকেনার জন্য মেলার ছাপা (রশিদ) বের হয়। মেলাটি স্থায়ী হয় অন্তত ১৫ দিন। জামালপুরের মাদারগঞ্জ থেকে ঘোড়া নিয়ে মেলায় এসেছেন ব্যবসায়ী আবদুর রহিম, জহুরুল ইসলাম ও সামিউল ইসলাম। তারা বলেন, ছোটবড় ১৪টি ঘোড়া নিয়ে বুড়া চিন্তামন ঘোড়ার মেলায় এসেছেন। সারা বছর দেশের বিভিন্ন স্থানে ঘোড়ার মেলায় ঘোড়া নিয়ে যান তারা। ঘোড়া বেচাকেনা করেই জীবন নির্বাহ করেন। ধামইরহাট সদরের শামসুল আলম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্রির জন্য ছোটবড় সাতটি ঘোড়া এনেছেন।
১৯৯০ সাল থেকে এই মেলায় ঘোড়া বিক্রি করি। ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মহিব্বুল বলেন, এটি ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে ঘোড়া ব্যবসায়ীরা এসেছেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।