ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া কিশোরগঞ্জ, যশোর, বগুড়া, মেহেরপুর, সুনামগঞ্জ, টাঙ্গাইল ও কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই ভাইসহ আরও নয়জন। শুক্রবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
ব্রাহ্মণবাড়িয়া : শুক্রবার রাতে নবীনগর উপজেলার রাধিকা সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। তারা হলেন- উপজেলার আক্তার খন্দকার (৬০), পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল হোসেন (৫৫) ও সিরাজুল ইসলাম। একই রাতে সরাইল উপজেলার বেড়তলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দেবাশীষ মোহন্ত নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-ভৈরব সড়কের চৌদ্দশত এলাকায় গতকাল সকালে পিকআপ চাপায় অটোরিকশায় থাকা দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কুলিয়ারচর উপজেলার আবু তাহের (৬৫) ও তার ভাই আবুল কাসেম (৭১) এবং ভাটি জগৎচর গ্রামের নূর ইসলাম (৭০)।
যশোর : গতকাল দুপুরে যশোর-মাগুরা মহাসড়কের সাদিপুর বটতলা এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ইব্রাহিম আহমেদ (৫৪) নামের এক ব্যক্তি।
বগুড়া : বগুড়ায় পিকআপের ধাক্কায় শামীম জিলাদার (৩৫) নামের এক বাসের হেলপার নিহত হয়েছেন। গতকাল সকালে গোদারপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মেহেরপুর : গাংনী উপজেলায় স্যালো ইঞ্জিনচালিত গাড়ির চাপায় তাসমিয়া (৩) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার কাজিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাসমিয়া একই গ্রামের প্রবাসী জয়নাল হকের মেয়ে।
সুনামগঞ্জ : সিলেট-সুনামগঞ্জ সড়কে ছাতকের নোয়াগাঁও এলাকায় গতকাল দুপুরে বাস চাপায় নিহত হয়েছেন হোসাইন আহমদ (১০) নামে এক শিশু। হোসাইন নোয়াগাঁও গ্রামের নুর আলীর ছেলে।
টাঙ্গাইল : বাসাইল উপজেলায় ট্রাক্টর ও অটোরিকশা সংঘর্ষে জিয়াবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুপুরে উপজেলার বাসুলিয়াতে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার : ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে মেহেদী হাসান অভি (২৫) নামে এক যুবক নিহত এবং তিনজন আহত হয়েছেন। গতকাল বিকালে কক্সবাজার-টেকনাফ সড়কে এ দুর্ঘটনা ঘটে।