কচ্ছপগতিতে চলছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালপাড়া সড়কে ছোট যমুনা নদীর ওপর ৯০ মিটার দীর্ঘ মাকড়িতলা গার্ডার সেতু নির্মাণকাজ। এলাকাবাসীর অভিযোগ, কখনো বন্ধ থাকে, আবার কখনো বা দুই থেকে তিনজন শ্রমিক কাজ করেন। সেখানে পুরোনো সেতু ভেঙে ফেলার পর চলাচলের জন্য নির্মাণ করা বিকল্প কাঠের সেতুর কয়েকটি খুঁটি এরই মধ্যে ভেঙে গেছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ সেতুর উন্নয়ন কর্মসূচির আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২০২৩ সালের ১৫ জানুয়ারি জয়পুরহাটের পাঁচবিবি-শালপাড়া সড়কের বড়মানিক-মাকড়িতলা ৯০ মিটার দীর্ঘ গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু করে আইসিএল ও এমডি সোহেল নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। যার চুক্তি মূল্য ৮ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৭৭২ টাকা। দরপত্র অনুযায়ী কাজটি শেষ হওয়ার কথা ছিল এ বছরের ৮ জুলাই। সেখানে পুরোনো সেতুটি ভেঙে ফেলার পর মানুষের চলাচলের জন্য দক্ষিণ পাশে বিকল্প কাঠের সেতু নির্মাণ করা হয়। বর্ষায় এর কয়েকটি খুঁটি ভেঙে গেছে। জায়গায় জায়গায় দেবে গেছে সেতুটির ওপরের কাঠের পাটাতন। এ ছাড়া বিকল্প সেতুটি মূল সড়ক থেকে অন্তত ৮ থেকে ১০ ফুট ঢালু। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট যানবাহন ও সাধারণ মানুষ। সড়ক থেকে সেতুতে নামতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। পলাশগড় গ্রামের পথচারী মোয়াজ্জেম সরকার বলেন, সেতুটির জন্য দুর্ভোগের শেষ নেই। দুই বছরের বেশি সময় আমরা কষ্ট করছি। কচ্ছপগতিতে চলছে এর নির্মাণকাজ। সমসাবাদ এলাকার কার্তিক চন্দ্র বলেন, বিকল্প কাঠের সেতু দিয়ে চলতে গিয়ে ভ্যানের ব্রেক ফেল করে আমার হাত ভেঙে গেছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটে। কড়িয়া গ্রামের অটোচালক মাহমুদুল হাসান রিপন বলেন, ঝুঁকির কারণে বিকল্প সেতু দিয়ে যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, বিকল্প সেতু পার হতে খুব কষ্ট হয়। ঠিকাদারের প্রতিনিধি জিল্লুর রহমান বলেন, সেতুটির নির্মাণকাজ চলমান আছে। এটি গার্ডার সেতু, একটা ঢালাই শেষ করে আর একটি ঢালাই দিতে বেশ সময় লাগে। এজন্য সময় কিছুটা বেশি লাগছে। এলজিইডির পাঁচবিবি উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, ৯০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করতে সময় বেশি লাগাই স্বাভাবিক। সেতুটির কাজ শুরুর পর পাঁচবিবিতে দুটি স্থানীয় নির্বাচন এবং ম্যাটেরিয়াল স্বল্পতার কারণে নির্মাণকাজে বিলম্ব ঘটেছে। স্থানীয়ভাবে দুর্ভোগ হলেও এটি সাময়িক। কাজ চলমান আছে। আশা করছি, দ্রুত এর নির্মাণকাজ শেষ হবে।
শিরোনাম
- নির্বাচন যত বিলম্ব হবে, আধিপত্যবাদী শক্তি ততই ষড়যন্ত্রের জাল বিস্তার করবে : প্রিন্স
- ঘরের মাঠে অনুকূল উইকেটের বদলে চ্যালেঞ্জিং পিচে খেলা জরুরি : নান্নু
- ব্র্যাডম্যান-গাভাস্কারের পাশে গিল
- চিত্রনায়ক জসিমের ছেলে সংগীত শিল্পী রাতুল আর নেই
- গোপালগঞ্জে চুরির অভিযোগে কারারক্ষী গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ মহিলা লীগ নেত্রী গ্রেফতার
- এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি : সালাহউদ্দিন
- নৈশপ্রহরীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ও হাত-পা বেঁধে ডাকাতি, গ্রেফতার ২
- স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
- মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোষ্য শিক্ষাবৃত্তি পেলেন ১৬৭ জন শিক্ষার্থী
- বগুড়ায় ট্রেনের ধাক্কায় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু
- পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন
- বরিশালে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
- সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : নবীউল্লাহ নবী
- ইসির ৭১ কর্মকর্তা বদলি
- এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকবেন, একমত সব দল
- ৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা
- পুলিশ ক্লিয়ারেন্স পেতে ঘুষ দাবির অভিযোগ, কনস্টেবল ক্লোজড
- সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নির্মাণে কচ্ছপগতি, বেড়েছে দুর্ভোগ
ঝুঁকি নিয়ে চলাচল ঘটছে দুর্ঘটনা
শামীম কাদির, জয়পুরহাট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর