বগুড়ার ১২টি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে স্থাপন করা হয়েছিল বিএস কোয়ার্টার। কর্মরত ব্লক সুপারভাইজার কৃষি কর্মকর্তাদের আবাসনের জন্য তিন দশক আগে নির্মিত এসব কোয়ার্টার অবহেলা ও অযত্নে নষ্ট হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না করায় ভবনগুলো এখন অনেকটা পরিত্যক্ত। সন্ধ্যার পর সেখানে আসর জমায় নেশাখোর আর জুয়াড়িরা। ভবনের আঙিনা ছেয়ে গেছে ঝোপঝাড়ে। কিছু ভবন দখলের অভিযোগও পাওয়া গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৯৯৩ সালে বগুড়ার ১২টি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে প্রথমে বাফার গোডাউন নির্মাণ করা হয়। সেখানে কৃষি কাজে ব্যবহৃত কেমিক্যাল, ডাইক্লোরোহস নামের কীটনাশক রাখা হতো। এখান থেকে বিতরণ করা হতো সার-বীজ। এরপর সেগুলো আর গুদাম হিসেবে ব্যবহার হয়নি। পরে সংস্কার করে বিএস কোয়ার্টার করা হয়। কোয়ার্টারগুলো বসবাসের জন্য সংশ্লিষ্ট এলাকার ব্লক সুপারভাইজারদের নামে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়। বিধি মোতাবেক যাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল প্রতি মাসে তাদের কাছ থেকে বাড়ি ভাড়া বাবদ অর্থ কর্তন করা হতো। ১৯৯৬-৯৭ সালে সেগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়ে। অতিরিক্ত ভাড়ার কারণে সেখানে আর কেউ বসবাস করেননি। তখন থেকে পরিত্যক্ত পড়ে আছে কোয়ার্টারগুলো। সংরক্ষণ ও সংস্কারের অভাবে এগুলো এখন ব্যবহার অনুপযোগী। সোনাতলা উপজেলার বড় বালুয়া, মধুপুর ও জোড়গাছার কোয়ার্টার স্থানীয়রা জোরপূর্বক দখলে নিয়েছে। এগুলো উদ্ধারে কৃষি বিভাগ থেকে মামলা চলমান। জানা যায়, একটি বিএস কোয়ার্টার দুটি পরিবারের উপযোগী করে নির্মাণ করা হয়। ভবন নির্মাণের পর ব্লক সুপারভাইজাররা এসব আবাসিক ভবনে না থাকায় অযত্ন ও সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে। অনেক বিএস কোয়ার্টার জঙ্গলে পরিণত হয়েছে। কোনো কোনো কোয়ার্টারের পার্শ্ববর্তী জমির মালিক নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছেন। অনেকেই সুযোগ বুঝে টাঙিয়েছেন নিজেদের সংগঠনের সাইন বোর্ড। সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের কৃষক আমিনুল জানান, এখন কোয়ার্টারগুলো জনশূন্য। সন্ধ্যার পর আসর জমায় নেশাখোর আর জুয়াড়িরা। দীর্ঘদিন অবহৃত ভবনগুলো দেখলে মনে হয় যেন কোনো ভুতুড়ে বাড়ি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা ফরিদুর রহমান ফরিদ জানান, এক সময়ে বিএস পদে যারা ছিলেন তারা পদোন্নতি পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হয়েছেন। তাদের জন্য নির্মাণ করা কোয়ার্টার পরবর্তী সময়ে কোনো সংস্কার না করায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।
শিরোনাম
- ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত এক, আহত ২
- নারায়ণগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু, আহত ১
- ভারতের হয়ে গুপ্তচরবৃত্তি, পাকিস্তানে জেলে গ্রেফতার
- ইসলামি আলেমের সম্ভাব্য সফর প্রসঙ্গে ভারতের মন্তব্য ঢাকার নজরে এসেছে
- ২১তম দিনে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ি শিক্ষকরা
- সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- দুই বছরে দেড় লাখ মৃত্যু, কেন রক্তে ভাসছে সুদান
- আমরা চাই গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন এই সরকারের মাধ্যমেই হোক : গয়েশ্বর
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২৩ জনের মৃত্যু
- কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে উপন্যাস
- বিরোধীদের দাবি ৭০০ নিহত, সরকার বলছে ‘বিচ্ছিন্ন ঘটনা’
- গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
- ‘তালেবান সরকারকে না জানিয়েই দুই আফগানের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান’
- বিদেশে নেওয়ার কথা বলে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
- ক্যারিবীয় সাগরে আবারও জাহাজে মার্কিন হামলা, নিহত ৩
- জাপানে ভালুকের আক্রমণ ঠেকাতে মাঠে নামছে সেনাবাহিনী
- চীনের চমক, মানুষের সঙ্গে মহাকাশে চার ইঁদুর!
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ৬ষ্ঠ দিনের শুনানি চলছে
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
ভূতুড়ে বাড়ি বিএস কোয়ার্টার
► অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে ভবন ► সন্ধ্যার পর বসে মাদকের আড্ডা ► কোথাও কোথাও হয়েছে দখল
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর