বগুড়ার ১২টি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে স্থাপন করা হয়েছিল বিএস কোয়ার্টার। কর্মরত ব্লক সুপারভাইজার কৃষি কর্মকর্তাদের আবাসনের জন্য তিন দশক আগে নির্মিত এসব কোয়ার্টার অবহেলা ও অযত্নে নষ্ট হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না করায় ভবনগুলো এখন অনেকটা পরিত্যক্ত। সন্ধ্যার পর সেখানে আসর জমায় নেশাখোর আর জুয়াড়িরা। ভবনের আঙিনা ছেয়ে গেছে ঝোপঝাড়ে। কিছু ভবন দখলের অভিযোগও পাওয়া গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৯৯৩ সালে বগুড়ার ১২টি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে প্রথমে বাফার গোডাউন নির্মাণ করা হয়। সেখানে কৃষি কাজে ব্যবহৃত কেমিক্যাল, ডাইক্লোরোহস নামের কীটনাশক রাখা হতো। এখান থেকে বিতরণ করা হতো সার-বীজ। এরপর সেগুলো আর গুদাম হিসেবে ব্যবহার হয়নি। পরে সংস্কার করে বিএস কোয়ার্টার করা হয়। কোয়ার্টারগুলো বসবাসের জন্য সংশ্লিষ্ট এলাকার ব্লক সুপারভাইজারদের নামে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়। বিধি মোতাবেক যাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল প্রতি মাসে তাদের কাছ থেকে বাড়ি ভাড়া বাবদ অর্থ কর্তন করা হতো। ১৯৯৬-৯৭ সালে সেগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়ে। অতিরিক্ত ভাড়ার কারণে সেখানে আর কেউ বসবাস করেননি। তখন থেকে পরিত্যক্ত পড়ে আছে কোয়ার্টারগুলো। সংরক্ষণ ও সংস্কারের অভাবে এগুলো এখন ব্যবহার অনুপযোগী। সোনাতলা উপজেলার বড় বালুয়া, মধুপুর ও জোড়গাছার কোয়ার্টার স্থানীয়রা জোরপূর্বক দখলে নিয়েছে। এগুলো উদ্ধারে কৃষি বিভাগ থেকে মামলা চলমান। জানা যায়, একটি বিএস কোয়ার্টার দুটি পরিবারের উপযোগী করে নির্মাণ করা হয়। ভবন নির্মাণের পর ব্লক সুপারভাইজাররা এসব আবাসিক ভবনে না থাকায় অযত্ন ও সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে। অনেক বিএস কোয়ার্টার জঙ্গলে পরিণত হয়েছে। কোনো কোনো কোয়ার্টারের পার্শ্ববর্তী জমির মালিক নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছেন। অনেকেই সুযোগ বুঝে টাঙিয়েছেন নিজেদের সংগঠনের সাইন বোর্ড। সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের কৃষক আমিনুল জানান, এখন কোয়ার্টারগুলো জনশূন্য। সন্ধ্যার পর আসর জমায় নেশাখোর আর জুয়াড়িরা। দীর্ঘদিন অবহৃত ভবনগুলো দেখলে মনে হয় যেন কোনো ভুতুড়ে বাড়ি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা ফরিদুর রহমান ফরিদ জানান, এক সময়ে বিএস পদে যারা ছিলেন তারা পদোন্নতি পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হয়েছেন। তাদের জন্য নির্মাণ করা কোয়ার্টার পরবর্তী সময়ে কোনো সংস্কার না করায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।
শিরোনাম
- সার আমদানির চুক্তি অনুমোদনে সরকারের সুপারিশ
- ইকোনমিক পার্টারনশিপ এগ্রিমেন্ট দ্রুত স্বাক্ষরে আশাবাদী জাপানের রাষ্ট্রদূত
- পেঁয়াজ আমদানির আইপি উন্মুক্তের দাবি আমদানি-রপ্তানিকারকদের
- ডেঙ্গু মোকাবিলায় ১২ দফা জরুরি নির্দেশনা
- বগুড়ায় মা-ছেলে খুন
- শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান
- এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পিছিয়ে দিতে চায় সরকার : বাণিজ্য সচিব
- দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
- ৩ দফা দাবিতে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২৭ সেপ্টেম্বর
- ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক
- ট্রাফিক আইন লঙ্ঘন, ঢাকায় একদিনেই ২১৫২ মামলা
- পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুলের আত্মপ্রকাশ
- মালয়েশিয়া দিবস: জাতীয় ঐক্যের বার্তা ও বহুসংস্কৃতির উদযাপন
- বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি
- বুয়েটের সঙ্গে জিপিএইচ ইস্পাতের সমঝোতা স্মারক সই
- মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটদান নিয়ে মতবিনিময় সভা
- স্যার জন উইলসন স্কুলের ৩০ বছর পূর্তি উদযাপন
- নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে : প্রধান উপদেষ্টা
ভূতুড়ে বাড়ি বিএস কোয়ার্টার
► অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে ভবন ► সন্ধ্যার পর বসে মাদকের আড্ডা ► কোথাও কোথাও হয়েছে দখল
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর