বগুড়ার আদমদীঘিতে পাঁচ শিক্ষার্থীকে নিয়ে পুকুরের পানিতে ধসে পড়ল শ্রেণিকক্ষের মেঝে। গতকাল উপজেলারবাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির কক্ষে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক শ্যামনাথের উদাসীনতার কারণে অবকাঠামোর অবস্থা বেহাল। এ কারণেই ক্লাস শুরুর আগেই শিশু শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে পুকুরের পানিতে ধসে পড়ে শ্রেণিকক্ষের মেঝে। এতে প্রাণহানির ঘটনাও ঘটতে পারত। প্রধান শিক্ষক শ্যামনাথ জানান, অনেক দিন আগে পুকুরের ওপর এই বিদ্যালয়ের কক্ষ নির্মাণ করা হয়। শিক্ষা অফিসার রুহুল আমিন বলেন, ওই ক্লাসরুম বন্ধের জন্য নির্দেশ দিয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।