চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খুদিয়াখালী গ্রামের একটি মাঠে গতকাল এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ভাদু বিশ^াসের দুই ছেলে বজলুর রহমান ও শাহাজান আলী, বজলুর রহমানের দুই ছেলে রকিবুল ইসলাম ও তরিকুল ইসলাম এবং রকিবুলের স্ত্রী তৃপ্তি খাতুন। ওসি মাসুদুর রহমান জানান, মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।