মাদারীপুরের বিভিন্ন স্থানে মঙ্গলবার রাতে ও আজ সকালে প্রচুর বৃষ্টিপাত ও হালকা দমকা বাতাস প্রবাহিত হওয়ায় রবি শস্যের ক্ষয়ক্ষতি হয়েছে।
মাদারীপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টা থেকে একটানা মুষলধারে বৃষ্টি শুর’ হয়। বৃষ্টিপাত রাত ২টা ৫২ মিনিট পর্যন্ত চলে। পরে আজ বুধবার সকাল ৮টা থেকে থেমে থেমে বৃষ্টি হয়। রাতের বৃষ্টিপাতের সময় হালকা দমকা বাতাস প্রবাহিত হয়।
মাদারীপুর জেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, হঠাত্ বৃষ্টিপাতের কারণে জেলার শরিষা, কালাই, মশুর ও কালোজিরাসহ বিভিন্ন রবিশস্যের ক্ষতি হয়। এ ছাড়া চলতি আমের মুকুলের বেশ ক্ষতি হয়েছে বলে মাদারীপুর কৃষি অফিস সূত্রে জানা যায়।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ