বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে গিয়ে অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মদনপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছর। পুলিশ তাদের পরিচয় উদ্ধারে বিভিন্ন থানায় সংবাদ পাঠিয়েছে।
জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ছুটে যাওয়ার পথে মদনপুর এলাকায় পৌঁছলে মহাসড়কের পাশে অবস্থিত গাছের ডালের সঙ্গে লেগে ওই দুই যুবক বাসের ছাদ থেকে পড়ে যায়। এতে দুজনের মৃত্যু হয়।
বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন জানান, নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতদের বয়স আনুমানিক ২৫-৩৫বছর।
বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ আফরোজ