নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাছির উদ্দিন নামে এক নব-নির্বাচিত ইউপি সদস্য ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে ও পিটিয়ে গুরুতর আহত করে তার সঙ্গে থাকা নগদ টাকাসহ মোবাইল সেট নিয়ে পালিয়ে গেছে। মঙ্গলবার উপজেলার আউখাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নাছির উদ্দিন জানান, তিনি গোলাকান্দাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার। মঙ্গলবার ১০টার দিকে মটরসাইকেলযোগে বরপা এলাকা থেকে গোলাকান্দাইল এলাকায় আসছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকায় আসামাত্র একদল ছিনতাইকারী মটরসাইকেলটির গতিরোধ করে। পরে নাছির উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে সঙ্গে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও মোবাইল সেট নিয়ে যায়।
এক পর্যায়ে মটরসাইকেলটিও ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় আশ-পাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই আউখাব বাংলাকেট এলাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। ওই এলাকায় নিয়মিত টহল ও চেক পোষ্টের ব্যবস্থা করার দাবি জানান এলাকাবাসী।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ছিনতাইকারীদের গ্রেফতার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ