হবিগঞ্জের বাহুবলে দাঁড়িয়ে থাকা একটি বাসে ধানের বীজ বহনকারী একটি পিকআপের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ডুবাঐ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু'জন ওই পিকআপের চালক ও তার এক সহযোগী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, ডুবাঐ বাজারে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর খালি বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তাদের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৬/মাহবুব