ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই নামক স্থানে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে রানা আহম্মেদ (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় সদ্য এসএসসি পাসকৃত শিমুল নামে আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়।
নিহত রানা আহম্মেদ সদর উপজেলার পোতাহাটী গ্র্রামের কামাল হোসেনের ছেলে এবং ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে রানা ও শিমুল দশমাইল বাজার থেকে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের বোড়াই নামক স্থানে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে। এসময় গাছের একটি ডাল ভেঙ্গে তাদের মাথার উপর পড়ে। এতে রানা আহম্মেদের ঘাড় ভেঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
আহত পোতাহাটী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শিমুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৬/মাহবুব